Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এপির প্রথম নারী প্রেসিডেন্ট ও সিইও হচ্ছেন ডেইজি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

বার্তা সংস্থা এপির পরবর্তী প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হচ্ছেন ডেইজি বীরাসেঙ্গাম (৫১)। মঙ্গলবার এ পদে তার নাম ঘোষণা করেছে এপি। এ বছরের শেষের দিকে এ পদ থেকে অবসরে যাবেন গ্যারি প্রুইত। এরপরই তার আসনে অধিষ্ঠিত হবেন ডেইজি বীরাসেঙ্গাম। শ্রীলঙ্কান বংশোদ্ভ‚ত প্রথম প্রজন্মের ব্রিটিশ নাগরিক তিনি। একই সঙ্গে ঐতিহ্যবাহী এই সংবাদ সংস্থায় প্রথম নারী প্রধান হিসেবে অধিষ্ঠিত হচ্ছেন তিনি। তাছাড়া এ পদে তিনিই প্রথম অশ্বেতাঙ্গ ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রের বাইরের কোনো ব্যক্তি হিসেবে এ দায়িত্ব পাচ্ছেন। বার্তা সংস্থা এপির বয়স ১৭৫ বছর। এর ১৪তম প্রধান হিসেবে তিনি নেতৃত্ব দেবেন। ফেব্রুয়ারি থেকে তিনি এ সংস্থার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এপির সঙ্গে তিনি ১৭ বছর ধরে যুক্ত। করোনা মহামারির মধ্যেও তিনি প্রধান রাজস্ব কর্মকাÐ চালিয়ে নিচ্ছেন। অন্যদিকে গ্যারি প্রুইত নিউ ইয়র্ক ভিত্তিক এই সংবাদ সংস্থার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন ১০ বছর ধরে। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ