পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সীতাকুন্ডস্থ বিএম কনটেইনার ডিপো’র অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ ও আহতদের চিকিৎসার্থে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্স এসোসিয়েশনের (বিজিএপিএমইএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে চিকিৎসা সামগ্রী প্রদাণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুন) বিজিএপিএমইএ’র চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় বিজিএপিএমইএ’র চট্টগ্রামস্থ পরিচালক মো. শহীদুল ইসলাম চৌধুরী ও পরিচালক মোহাম্মদ ইকবাল পারভেজ এর কাছ থেকে ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী বুঝে নেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার মো. শামীম আহসান। এ সময় চমেক হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ডা. রাজীব পালিত, মো. হুমায়ুন কবির এবং পিপলস হাসপাতাল লিমিটেডের পরিচালক ডা. মো. নূরুল আহাদ, আমিরাবাদ আবাসিক এলাকার প্রবাসী বাসিন্দা আতাউল্লাহ খান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।