Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জম্মুতে ভারতীয় সেনাকপ্টার বিধ্বস্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

কাশ্মীরে ভারতীয় সশস্ত্রবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের রঞ্জিত সাগর ড্যামে এ ঘটনা ঘটেছে। এতে দুই পাইলট নিখোঁজ হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের। খবরে বলা হয়, দুই পাইলটকে নিয়ে ভারতীয় সেনার হেলিকপ্টার ভেঙে পড়ে। এ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কাঠুয়ার এসএসপি রমেশ কোতোয়াল বলেন, সকাল ১০টা ৪৩ মিনিট নাগাদ হেলিকপ্টারটি ড্যামের ওপর ভেঙে পড়ে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি সেনাবাহিনীর হেলিকপ্টার। আমরা জলযানগুলির ওপর জোর দিচ্ছি। কিন্তু কোনও সূত্র পাওয়া যাচ্ছে না।’ স্থানীয় সূত্রে খবর, এটি আদতে হালকা ধরনের একটি হেলিকপ্টার। নাম দেওয়া হয়েছে ধ্রুব। বাশলি এলাকা দিয়ে যাওয়ার সময় এটি ভেঙে পড়ে। রুটিন মেনে এটি এদিন মামুন ক্যানটনমেন্ট এলাকায় থেকে উড়েছিল। স্থানীয়দের দাবি, হেলিকপ্টারগুলি সাধারণত একটি পাইপকে ড্যামের ওপর ঝুলিয়ে দেয়। এদিনও তেমনটাই করছিল। আর তখনই আচমকা ভেঙে পড়ল হেলিকপ্টারটি। সন্ধ্যায় চিনুক বলে অপর একটি হেলিকপ্টারকেও উদ্ধার কাজে লাগানো হয়েছে। এসএসপি জানিয়েছেন, ‘ডুবুরিদেরও নামানো হয়েছে। তবে উদ্ধারকাজে কিছুটা সময় লাগবে। তবে লেক থেকে কিছু ভাসমান অবশিষ্ট অংশ পাওয়া গিয়েছে। পুরো ধ্বংসাবশেষ উদ্ধারে সময় লাগবে। দুটি হেলমেটও পাওয়া গিয়েছে। সম্ভবত দুজন পাইলটের মাথায় ছিল। এসএসপি জানান, ‘লেকটি প্রায় ২০০-২৫০ ফুট গভীর। সেনার স্পেশাল ফোর্স, ডুবুরিদের নামানো হয়েছে। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ