Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাওনের ছেলে নিষাদও করোনা আক্রান্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ১১:২৫ এএম

শুক্রবার (৩০ জুলাই) সকালে করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন। এবার জানালেন, তার ছেলে নিষাদ হুমায়ূনও সংক্রমণের শিকার হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের শারীরিক সর্বশেষ অবস্থা ও নিষাদের করোনা পজিটিভের বিষয়টি জানান তিনি। সেই সাথে ভালোবাসা ও পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান শাওন।

সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে শাওন জানান, তিনি ভালো আছেন ও নিষাদ করোনায় আক্রান্ত। চিকিৎসক তাদের সর্বোচ্চ বিশ্রাম নিতে বলেছেন।

এই অভিনেত্রী আরও জানান, হাজার খানেক কলের উত্তর দেওয়া তার জন্য কষ্টকর। কোনো বার্তা থাকলে মেসেজ দিতে অনুরোধ করেন। পরে তিনি ফিরতি কল দেবেন।

শাওনের এমন বার্তায় বন্ধু ও ভক্তরা ভালোবাসা জানিয়েছেন। বিশেষ করে ছোট্ট নিষাদের জন্য দোয়া করছেন সবাই।

উল্লেখ্য, প্রয়াত হুমায়ূন আহমেদ ও শাওনের দুই ছেলে। নিষাদ বড় ও নিনিত ছোট।

এদিকে অনেক দিন অভিনয়ের দেখা না গেলেও সম্প্রতি গানে সরব হয়েছেন শাওন। কিছুদিন আগে চঞ্চল চৌধুরীর সঙ্গে প্রকাশ করেছেন হাছন রাজার বিখ্যাত গান ‘নেশা লাগিল রে’। এরইমধ্যে গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলে। অবশ্য কপিরাইট লঙ্ঘনের অভিযোগে এর আগে একই জুটির আরেকটি গান সরিয়ে নেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ