Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

লোহাগাড়ায় ৪ দোকান পুড়ে ছাই

লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ২:৪৩ পিএম

লোহাগাড়ায় ৪টি দোকান আগুনে পুড়ে গেছে। উপজেলার চুনতি ইউনিয়নের দক্ষিণ সাতগড় নোয়াপাড়ার সাঈদী মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার অগ্নিকান্ডে প্রায় ৮ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
বিষয়টি চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটায় ইউনিয়নের ইছহাক মিয়া সড়কের সেমিপাকা সাঈদী মার্কেটে আগুন লাগে। বৈদ্যূতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণার করা হচ্ছে। মোঃ শওকতের মুদির দোকানের মালামাল, টিভি, ফ্রিজ, মোবাইল, নগদ ৩০ হাজার টাকা, নবী হোসেনের টেইলার্স এর ৫টি সেলাইমেশিন, হাফেজ মুছার মুরগির দোকান এবং ছোটন শীলের সেলুন দোকানের সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে চারটি দোকানের প্রায় আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীর জানান। গভীর রাতে স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ