Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

বগুড়ার সান্তাহার পৌর এলাকার ছোট মালশন মহল্লার এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। ছাত্রীর মা বাদি হয়ে গত শনিবার সকালে একই গ্রামের ইসলাম মোল্লার ছেলে সুলতান হোসেনকে একমাত্র আসামি করে এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে জানা যায়, স্বামীর চাকুরীর সুবাদে বাদি তার দুই মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জ ছিলেন।

ঈদের ছুটিতে স্বপরিবারে তারা গ্রামে আসেন। গত বৃহস্পতিবার দুপুরে ওই স্কুল ছাত্রী সান্তাহার শহরের উপহার বিপনী বিতানে গেলে সুলতান ওই ছাত্রীকে কৌশলে মোটরসাইকেলে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে নওগাঁর বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে ঘোরাফেরা করে। রাত হলে সুলতান ছাত্রীকে নওগাঁর আরজীনগর খালার বাড়িতে নিয়ে যায় এবং সেখানে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। পরে ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে আসলে সুলতান পালিয়ে যায়। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন,আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ