প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কন্ঠশিল্পী রুনা লায়লা’র কাছ থেকে সম্মাননা গ্রহন করলেন এই প্রজন্মের আলোচিত কন্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে নিজের অসাধারণ গায়কী দিয়ে সঙ্গীতাঙ্গনে নিজের আলাদা একটি উজ্জ্বল অবস্থান তৈরী করা এবং দেশের সঙ্গীতাঙ্গনে অবদান রাখার জন্য তাকে শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে পুরস্কৃত করা হয়। গেলো শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে লুইপার হাতে শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে ‘১৪-তম সাঁকো টেলিফিল্ম মিউজিক এ্যাওয়ার্ড ২০১৮’ তুলে দেয়া হয়। বরেণ্য কন্ঠশিল্পী রুনা লায়লা’র হাত থেকে এই সম্মাননা গ্রহন করে লুইপা ছিলেন ভীষণ উচ্ছসিত। লুইপা বলেন,‘ সঙ্গীতাঙ্গনে আমার সবচেয়ে প্রিয় শিল্পী শ্রদ্ধেয় রুনা ম্যাডাম। ২০১০ সালে সেরাকন্ঠ প্রতিযোগিতায় আমি বাদ পড়েছিলাম। আবার রুনা ম্যাডামের গাওয়া গান পায়েরই নূপুর আমার জাদু জানে গেয়ে সেরাকন্ঠ’তে ফিরে আসি। তাই তিনি আমার যেমন সবচেয়ে পছন্দের শিল্পী, আবার তারসঙ্গে আমার একটা আতœার টানও রয়েছে-এটা আমি অনুভব করি। এটাও সত্য যে তারসঙ্গে গুনে গুনে মাত্র কয়েকবার দেখা হয়েছে। যতোবারই দেখা হয়েছে আমি তার সামনে স্থির থাকতে পারিনি, এটা কেন হয় তাও বুঝে উঠতে পারিনা। আমার সেই প্রিয় ব্যক্তিত্বের কাছ থেকে এমন একটি সম্মাননা পেয়ে আমি কতোটা খুশি হয়েছি, অনুপ্রাণিত হয়েছি তা ভাষায় প্রকাশের নয়। সাঁকো’ পরিবারের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাকে এমন সম্মাননা রুনা ম্যডামের হাত থেকে গ্রহনের সুযোগ করে দেয়ায়।’ উল্লেখ্য শুক্রবারই রাত ১১.৪০ মিনিটে দেশ টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লুইপা। সেখানেও তিনি রুনা লায়লার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার গান পরিবেশন করেন। গত বছরের ১৬ নভেম্বর রাত ১১.৫০ মিনিটে দেশ টিভিতে গানের অনুষ্ঠানের শুরুতেই রুনা লায়লা’র জন্মদিনের শুরুর মুহুর্তে শ্রদ্ধা জানিয়ে রুনা লায়লা’র দুটো গান পরিবেশন করেন। বগুড়ার মেয়ে লুইপা গানে তার আদর্শ হিসেবে রুনা লায়লাকেই মনে লালন করেন। তাই রুনা লায়লা’র প্রতি রয়েছে তার অসীম শ্রদ্ধা, ভালোবাসা। এদিকে গান বাংলা টিভির ‘উইন্ড অব চেঞ্জ’র সিজন থ্রি’তে কৌশিক হোসেন তাপস’র রি-কম্পোজিসন-এ্যান্ড্রু কিশোরের সঙ্গে ‘বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে’ গানটিতে কন্ঠ দিয়েছেন লুইপা। আগামী ঈদে গান বাংলায় গানটি প্রচার হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।