Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের চাপ সৃষ্টির চিরকুট প্রকাশ, মিলবে ট্যাক্স নথিও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স বিবরণী প্রকাশের পথ পরিষ্কার করেছে এবং তার একটি চিরকুটও প্রকাশ করেছে। ওই চিরকুটে তিনি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের আহবান জানিয়েছিলেন, নির্বাচনে ‘কারচুপি’ হয়েছে এমন মিথ্যা দাবি করার জন্য। রয়টার্স জানিয়েছে, ডিসেম্বরে ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল রিচার্ড ডোনাহিউর হাতে লেখা চিরকুটটি প্রতিনিধি পরিষদের ওভারসাইট অ্যান্ড রিফর্ম কমিটির সভাপতি শুক্রবার প্রকাশ করেন, যা ডনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় ধাক্কা। এই মেমো থেকে প্রমাণ হয় ট্রাম সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলেন, যাতে বিচার বিভাগ ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে তার পরাজয় ঠেকাতে অভূতপূর্ব পদক্ষেপ নেয়। ওই মেমো প্রকাশের কয়েক ঘণ্টা পরই আরেকটি ধাক্কা আসে সাবেক প্রেসিডেন্টের জন্য। বিচার বিভাগ ট্রাম্পের কর সংক্রান্ত নথি কংগ্রেসের তদন্তকারীদের সামনে প্রকাশের বিষয়ে ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের (আইআরএস) পথ খুলে দেয়। দীর্ঘদিন ধরে এই নথি পাওয়ার চেষ্টা চালিয়ে আসছিল তদন্তকারীরা। নতুন প্রকাশিত নথি থেকে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর জেফরি রোসেন, যিনি এর দিন পরই ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান, টেলিফোনে তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বলেছিলেন, “বোঝার চেষ্টা করুন, বিচার বিভাগ নির্বাচনের ফল পরিবর্তন করতে একটি আঙুলও নাড়াবে না।” জবাবে ট্রাম্প বলেছেন, “আপনি তা করবেন সেটা আশাও করছি না। শুধু এটুকু বলুন যে নির্বাচনে কারচুপি হয়েছে, বাকিটা আমার এবং রিপাবলিকান কংগ্রেস সদস্যদের ওপর ছেড়ে দিন।” রয়টার্স ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ