বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গার্মেন্টস খুলে দেওয়ার খবরে ঢাকামুখী মহাসড়কে শুরু হয়েছে জনস্রোত। খোলা ট্রাকে হাজার টাকা, বাসে দেড় হাজার, মাইক্রোবাসে দুই হাজার টাকা ভাড়ায় চলছে গার্মেন্টস শ্রমিকদের ঢাকা যাত্রা।
শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বগুড়ার বনানী, মাটিডালি, তিনমাথা, চারমাথা এলাকায় শতশত যানবাহনে ছুটছে ঢাকার দিকে মানুষ। মহাসড়কে শুধু মানুষবাহী যানবাহনের বিরামহীন ছুটে চলা।
বিকালে বনানী মোড়ে এই দৃশ্য দেখে পথচারী বাদল চৌধুরী বললেন, এত মানুষ আটকা পড়ে ছিলো লকডাউনে ?
শনিবার সকাল থেকে খোলা ট্রাকে গাদাগাদি করে মানুষ বৃষ্টিতে ভিজছিল, রোদে পুড়ছিলো। তবুও তাদের একটাই টার্গেট রোববার কর্মস্থলে যোগ দিতেই হবে, বললো ঈদের ছুটিতে আসা মনির হোসেন। তাদের এখন একটাই দাবি, যে কোন প্রকারে তাদের ঢাকা যেতে দেওয়া হোক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।