Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকাদানে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২১, ৪:১১ পিএম | আপডেট : ৯:২২ পিএম, ৩১ জুলাই, ২০২১

গণটিকাদানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে পিছিয়ে থাকা দেশসমূহের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। আইএমএফ, ওয়ার্ল্ডব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত সংস্থা ‘টাস্কফোর্স অন কোভিড ১৯ ভ্যাকসিনস’- এর ওয়েবসাইটে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে।
‘টাস্কফোর্স অন কোভিড ১৯ ভ্যাকসিনস’- এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে গড়ে প্রতি সপ্তাহে প্রতি ১০০ জন মানুষের মধ্যে করোনা টিকার ডোজ নিচ্ছেন শূন্য দশমিক ১১ সংখ্যক মানুষ।
অন্যদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে এই হার শূন্য দশমিক ৩১, পাকিস্তানে শূন্য দশমিক ১৯, নেপালে শূন্য দশমিক ৩৩ এবং শ্রীলঙ্কায় ১ দশমিক ৬৩।
গড়ে প্রতি সপ্তাহে প্রতি ১০০ জন মানুষের মধ্যে করোনা টিকার ডোজ নেওয়ার এই হিসেবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা দেশসমূহ হলো আফগানিস্তান, ভুটান ও মালদ্বীপ। আফগানিস্তানে এই হার শূন্য দশমিক ০৫, ভুটানে শূন্য দশমিক ০৪ এবং মালদ্বীপে শূন্য দশমিক ০৮।
টাস্কফোর্সের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় ১৬ কোটি ৪০ লাখ ৭০ হাজার এবং যে গতিতে বর্তমানে টিকাদান চলছে, তা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে দেশের ৪০ শতাংশ মানুষকে এবং ২০২২ সালের মাঝামাঝি দেশের ৬০ শতাংশ মানুষকে করোনা টিকার আওতায় আনার যে লক্ষ্য বাংলাদেশ নিয়েছিল তা কখনওই পূরণ হওয়া সম্ভব নয়।
২০২১ সাল শেষ হওয়ার আগেই দেশের ৪০ ভাগ মানুষকে টিকার আওতায় আনতে হলে সাপ্তাহিক টিকাদানের হার শূন্য দশমিক ৪৯- এ উন্নীত করতে হবে বলে জানিয়েছে টাস্কফোর্স। অন্যদিকে ২০২২ সালের মাঝামাঝি নাগাদ দেশের ৬০ শতাংশ জনগণকে টিকার আওতায় আনতে হলে সাপ্তাহিক টিকাদানের হার উন্নীত করতে হবে শূণ্য দশমিক ৩৫- এ।
‘টাস্কফোর্স অন কোভিড ১৯ ভ্যাকসিনস’- এর ওয়েবাসাইটে আরও বলা হয়েছে, ২০২১ সালে মধ্যে ৪০ শতাংশ জনগণকে টিকার আওতায় আনতে হলে বাংলাদেশের প্রয়োজন ১৩ কোটি ১০ লাখ ৮০ হাজার করোনা টিকার ডোজ এবং ২০২২ সালের মাঝমাঝি সময়ের মধ্যে ৬০ শতাংশ জনগণকে টিকা দিতে হলে প্রয়োজন ১৯ কোটি ৭০ লাখ ৬ হাজার ডোজ।
চলতি বছর ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ। টাস্কফোর্সের ওয়েবসাইটে বলা হয়েছে, কর্মসূচির জন্য এ পর্যন্ত মোট ১৫ কোটি ৮০ লাখ ১০ হাজার ডোজ টিকা কেনার চুক্তি করেছে দেশটি এবং সেসব চুক্তির অধীনে পেয়েছে এখন পর্যন্ত পেয়েছে মোট ২ কোটি ৫০ লাখ ৮০ হাজার ডোজ টিকা।
বাংলাদেশ সরকার দেশের ৮০ শতাংশ মানুষকে টিকাদানের পরিকল্পনা নিয়েছে; কিন্তু সরকারি হিসেব অনুযায়ী, জুলাইয়ের ২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশে ৭০ লাখ ৫৬ হাজার মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন; আর টিকার ডোজ সম্পূর্ণ করেছেন ৪০ লাখ ৩০ হাজার মানুষ।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এ পর্যন্ত বিভিন্ন কোম্পানির সঙ্গে টিকার ডোজ ক্রয় সংক্রান্ত যেসব চুক্তি হয়েছে, তাতে আশা করা হচ্ছে চলতি আগস্টে বাংলাদেশে মোট ১ কোটি ২০ লাখ ৯০ হাজার ডোজ টিকার চালান পৌঁছাবে।
টাস্কফোর্সের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশে যে গতিতে টিকাদান চলছে, তা অব্যাহত থাকলে চলতি বছরের শেষে দেশের মোট জনসংখ্যার ১৯ দশমিক ৬৪ শতাংশকে টিকার আওতায় আনতে সক্ষম হবে দেশটি সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম



 

Show all comments
  • Dadhack ৩১ জুলাই, ২০২১, ৫:৫৯ পিএম says : 0
    চায়নার লোকরা আমাদেরকে বলে গবেটের দেশ অথচ অতীতে মুসলিমরা পৃথিবীর মধ্যে পরাশক্তি ছিল শুধু তাই নয় তারা জ্ঞানে-বিজ্ঞানে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল, কারণ তারা কুরআন এবং সুন্নাহ কঠিন ভাবে পালন করতো. যখন মুসলিমরা কুরআন এবং সুন্নাহ থেকে বেরিয়ে গেল তখন মুসলিমরা ধ্বংস হয়ে গেল.. আমাদের দেশ যদি আল্লাহর আইন দিয়ে চলত তাহলে হয়ত আল্লাহ আমাদেরকে সব সব ধরনের গজব থেকে বাঁচিয়ে রাখতেন... আমাদের দেশটা চালায় গবেটরা .... কিভাবে দেশ চালাইতে হয় তারা সেটা জানে না এবং এর জন্যই আজকে আমরা সাধারন জনগন সরকারের হাতে প্রতিমুহূর্তে অত্যাচারিত হচ্ছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না............
    Total Reply(0) Reply
  • Samim Hasan Monser ৩১ জুলাই, ২০২১, ৬:১১ পিএম says : 0
    কিছু কিছু ছাগলতো বলে বাংলাদেশ টিকাদানে বিশ্ব রেকর্ড করছে
    Total Reply(0) Reply
  • Saiful Alom Nazrul ৩১ জুলাই, ২০২১, ৬:১১ পিএম says : 0
    নেতাদের গলাবাজিতেই আমাদের সকল উন্নয়ন!
    Total Reply(0) Reply
  • Md. Amanullah ৩১ জুলাই, ২০২১, ৬:১২ পিএম says : 0
    ‌কেউ ব‌লে দেশ রেকর্ড ক‌রে ফে‌লে‌ছে। অাজ এক সপ্তা‌হে হ‌লো এখন পর্যন্ত রে‌জি‌ষ্ট্রেশন ক‌রে ব‌সে অা‌ছি, টিকার ম‌্যা‌সেজে ডেট অাস‌ছে না!
    Total Reply(0) Reply
  • Mohammed Jakariya Rashed ৩১ জুলাই, ২০২১, ৬:১২ পিএম says : 0
    গলাবাজিতে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে বাংলাদেশ
    Total Reply(0) Reply
  • Mahmuda Khanom Chowdhury ৩১ জুলাই, ২০২১, ৬:১২ পিএম says : 0
    এইসব খবর আর কত শুনতে হবে , সব ভালো কাজে দেশ পিছিয়ে,আর খারাপ কাজে এগিয়ে। আল্লাহ আমাদের দেশকে ভালো কাজে এগিয়ে নিয়ে যাও।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ