গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর বনানীতে আর্মি স্টেডিয়ামের সামনে কার ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই গাড়িরই চালক সামান্য আহত হয়েছেন।
দুর্ঘটনার পরই দ্রুতই দুটি গাড়িই রেকারের মাধ্যমে বনানী থানায় পাঠিয়ে দেয় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, ফাঁকা সড়কে বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটে।
গুলশান ট্রাফিক বিভাগের এসি নিউটন দাস বলেন, আর্মি স্টেডিয়াম এলাকায় ইউলুপে ইউটার্ন করছিল কারটি। পেছন থেকে অ্যাম্বুলেন্সটি ধাক্কা দেয়।
বনানী থানার এসআই রাজিবুল হাসান বলেন, কারটি আবেদীন গ্রুপের। গাড়িটি চালাচ্ছিলেন চালক সাইফুল ইসলাম। অন্যদিকে অ্যাম্বুলেন্সটি নিটল-টাটা গ্রুপের। সেটি চালাচ্ছিলেন চালক ইব্রাহিম খলিল। দুর্ঘটনায় দুটি গাড়িই ক্ষতিগ্রস্থ হয়েছে। উভয়পক্ষই থানায় নিয়ে আসা হয়। পরে তারা নিজেরেই বিষয়টি ফয়সালা করে নিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।