বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারত সরকারের উপহার দেওয়া আইসিইউ সুবিধা সম্বলিত ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল স্থলবন্দরে পৌঁছেছে। আজ শনিবার সকালে বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
চলতি বছরে মার্চ মাসে বাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সরকারকে ১০৯টি আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তারই অংশ হিসেবে প্রথম চালানে ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে পৌঁছেছে। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে আসবে।
বেনাপোল কাস্টম হাউসের ছাড়পত্র পাওয়ার পর কিছু সময় পরই অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে। ড. নেয়ামুল ইসলাম আরও বলেন, আজ সকালেই পেট্রাপোল স্থলবন্দর থেকে ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে এসেছে। দ্রুত ছাড়পত্র দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বেনাপোল কাস্টম হাউসের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নামে এসব অক্সিজেন সংবলিত অ্যাম্বুলেন্স আসার জন্য উত্তরা মোটরস নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট কাস্টমস কার্গো শাখায় গেটপাশ (আইজিএম) এন্ট্রি করেছে। বন্দর থেকে অ্যাম্বুলেন্সগুলো ছাড়পত্র নেওয়ার কাজ চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।