পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রত্যন্ত এলাকা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষু রোগী পরিবহন করে দ্রুত চিকিৎসা সেবার লক্ষ্যে কাজে আসেনি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) দেয়া ত্রিশ লাখ টাকার অ্যাম্বুলেন্স সেবা। গত ২০১৭-১৮ অর্থবছরে নেছারাবাদ উপজেলায় জাইকার সহায়তায় উপজেলার দশটি ইউনিয়নে ১০টি ব্যাটারিচালিত অ্যাম্বুলেন্স এবং ১টি নৌ অ্যাম্বুলেন্স দেয়া হয়। গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে মুমূর্ষু রোগীদের উপজেলা সদরে এনে দ্রুত সময়ের মধ্যে উন্নত সেবার লক্ষে ওই ব্যবস্থা করেছিল জাইকা। সরেজমিনে দেখা যায়, স্বরূপকাঠী সদর ইউনিয়নের অ্যাম্বুলেন্সটি পড়ে আছে একজন চৌকিদারের বাড়ির গোয়াল ঘরের পাশে। কিন্তু অ্যাম্বুলেন্সটির ভেতর ব্যাটারি, মোটর, রোগীর জন্য ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডার কোন কিছুই পাওয়া যায়নি। আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের অ্যাম্বুলেন্সটি পাওয়া যায় চেয়ারম্যানের অনুসারী স্বপনের বাড়ির আম গাছ তলায়। এই অ্যাম্বুলেন্সটির ভেতরের অবস্থাও একই রকম। জলাবাড়ী, সমুদয়কাঠী, সোহাগদল, সারেংকাঠী, সুটিয়াকাঠী ইউনিয়নের অ্যাম্বুলেন্সগুলোর অবস্থাও একই রকম। আর বলদিয়া, গুয়ারেখা এবং দৈহারি ইউনিয়নের অ্যাম্বুলেন্স তিনটি পাওয়া গেছে ইউনিয়ন পরিষদের হল রুমের ভেতর। চালকের অভাবে সেগুলোও বিকল অবস্থায় পড়ে আছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বলেন, গত ১৯১৭-১৮ অর্থবছরে জাইকার সহায়তায় ১টি নৌ আ্যম্বুলেন্স এবং দশ ইউনিয়নে ১০টি ব্যাটারিচালিত অ্যাম্বুলেন্স দেয়া হয়েছে রোগী পরিবহনের জন্য। কিন্তু কোন চালক বা ড্রাইভার না থাকায় এগুলো একদিনও ব্যবহার করা সম্ভব হয়নি। নৌ অ্যাম্বুলেন্স যে দিন দেয়া হয়েছে সেদিন থেকেই ঘাটে বাঁধা আছে।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, ২০১৭-১৮ অর্থবছরে জাইকার সহায়তায় উপজেলার দশ ইউনিয়নে ১টি ব্যাটারিচালিত অ্যাম্বুলেন্স এবং নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি নৌ অ্যাম্বুলেন্স দেয়া হয়েছিলো। অ্যাম্বুলেন্সগুলোর ড্রাইভার না থাকায় ব্যবহার করা সম্ভব হয়নি। এগুলোর বর্তমান কি অবস্থা খোঁজ নিয়ে দেখবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।