মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিরাপদ আশ্রয় দিতে প্রথম ধাপে আফগানিস্তান থেকে অনুবাদক ও তাদের পরিবারের সদস্যদের মিলিয়ে ২৫০০ জনকে নিয়ে গিয়েছে যুক্তরাষ্ট্র। তাদেরকে ওয়াশিংটন ডিসির নিকটে ফোর্ট লি সামরিক ঘাঁটিতে রাখা হবে। এখান থেকেই তাদের বিশেষ অভিবাসী ভিসা (এসআইভি) প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
২০০১ সালে আফগানিস্তানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। এই সময়ে আফগানিস্তানের যেসব নাগরিক যুক্তরাষ্ট্র সরকারের পক্ষে দোভাষী বা অন্য কোনো ভ‚মিকায় কাজ করেছেন তাদেরকে বিশেষ অভিবাসী ভিসায় (এসআইভি) যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে।
আগামী ৩১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহার করে নেবে। এরই মধ্যে আফগানিস্তানে তৎপরতা বাড়িয়েছে তালেবান। যুক্তরাষ্ট্র চলে গেলে তাদের হয়ে যারা কাজ করেছেন তালেবানের কাছে তাদের জীবন হুমকির মুখে পড়তে পারে। সেকারণেই এসব আফগান নাগরিককে যুক্তরাষ্ট্র সরিয়ে নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ২০০৮ সাল থেকে ৭০ হাজার আফগান নাগরিক বিশেষ অভিবাসন ভিসা পেয়েছেন। তাদেরকে পুনর্বাসন করা হয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।