প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী সংবাদ উপস্থাপক তাসনুভা আনান শিশির। সংবাদ উপস্থাপক হিসাবে কাজ করার সুযোগ পেয়ে নিজের পরিচিতি তৈরি করতে সক্ষম হন তাসনুভা। এরপর অভিনয়ে মনোযোগ দেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি মোটরবাইক ইয়ামাহার একটি ওভিসি’তে (অনলাইন ভিডিও কমার্শিয়াল) কাজ করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন সজল আহমেদ। ওভিসিটি এরই মধ্যে ডিজিটাল প্লাটফর্মে অবমুক্ত হয়েছে।
এ প্রসঙ্গে তাসনুভা বলেন, ‘কাজটি করে বেশ ভালো লেগেছে। আমার সঙ্গে মডেল হিসাবে ছিলেন নিলয়। এ ধরনের কাজ করতে আমি আগ্রহী। সময় এবং সুযোগ পেলে এ মাধ্যমে নিয়মিত থাকার ইচ্ছা আছে।’
উল্লেখ্য, নারী দিবসে তাসনুভা আনান শিশির দেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী সংবাদ উপস্থাপিকা হিসেবে আত্মপ্রকাশ করেন। নারী দিবস উদযাপনের প্রাক্কালে দেশের বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশন এই ব্যতিক্রমী উদ্যোগ নেয়।
তাসনুভা আনান শিশির এরই মধ্যে চলচ্চিত্রেও অভিনয় করেছেন। পাশাপাশি নিজের সংগঠন ‘শ্রী-ভয়েস অব সেক্সুয়্যাল মাইনরিটি’তে ইয়াং ট্রান্সজেন্ডারদের নিয়ে কাজ করছেন। সম্প্রতি তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীনে জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ ডিপার্টমেন্ট থেকে পাবলিক হেলথে স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।