Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিজিটাল মুদ্রা চালু করছে নাইজেরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ১০:৫৪ এএম

ই-নাইরা নামে নিজেদের ক্রিপ্টোকারেন্সি চালুর পরিকল্পনা করেছে নাইজেরিয়া। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর এই ঘোষণা দেন। খবর রয়টার্স।

গত ফেব্রুয়ারিতে দেশটির ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে যেকোনো ক্রিপ্টোকারেন্সির সাথে চুক্তি বা লেনদেন সুবিধা দিতে নিষেধাজ্ঞা দেয় নাইজেরিয়া। ধারণা করা হচ্ছে, আর্থিক ঝুঁকি এড়াতে ও নিজেদের ক্রিপ্টোকারেন্সি তৈরি করতেই নিষেধাজ্ঞা দিয়েছিলো দেশটি।

নাইজেরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর গডউইন এমিফিলে বলেন, ই-নাইরা একটি ওয়ালেট হিসেবে পরিচালিত হবে। যেসব গ্রাহকরা ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে তাদের অর্থ জমা রাখেন তারা এই ওয়ালেটের সুবিধা নিতে পারবেন। আগামী অক্টোবরে ই-নাইরা চালু করা হবে বলে জানিয়েছেন এমিফিলে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাইজেরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ