Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের সাজা অন্যকে খাটিয়ে ধরা কুলসুমী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মূল আসামি কুলসুমী বেগম। রায়ের পর থেকে পলাতক ছিলেন তিনি। তবে তার বদলে কারাগারে সাজা ভোগ করছিলেন মিনু বেগম। সন্তানদের ভরণপোষণ দেয়ার আশ্বাস দিয়ে নিরপরাধ হতদরিদ্র ওই নারীকে কারাভোগের জন্য ভাড়া করেছিলেন দন্ডিত কুলসুমী। স¤প্রতি বিষয়টি জানাজানির পর উচ্চ আদালতের নির্দেশে ছাড়া পান মিনু এবং ১৩ দিন পর ট্রাকচাপায় মারা যান। মর্মান্তিক এই ঘটনার পর থেকে পুলিশ দন্ডিতকে ধরতে অভিযান শুরু করে।
গতকাল বৃহস্পতিবার ভোরে নগরীর ইপিজেড থানার মাইলের মাথা এলাকা থেকে কুলসুমীকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
তার বাড়ি লোহাগাড়া উপজেলায়। তার সহযোগি নিরপরাধ নারীকে সাজা খাটানোর ঘটনায় জড়িত মর্জিনা আক্তার (৩০) নামে আরো একজনকে গ্রেফতার করা হয়। থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় আমরা দু’জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ