Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপি আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি

সুদসহ কাশ্মীরের অধিকার ফেরত দিতে হবে : মুফতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

ভারতে ক্ষমতাসীন বিজেপিকে ‘আধুনিক সময়ের ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ বলে অভিহিত করেছেন জম্মুও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রেসিডেন্ট মেহবুবা মুফতি। বুধবার তিনি বলেছেন, ২০১৯ সালের ৫ই আগস্ট জম্মুও কাশ্মীরে জনগণের কাছ থেকে অবৈধভাবে যা ‘ছিনিয়ে’ নেয়া হয়েছে, তা সুদসহ ফেরত দিতে হবে। দলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কনভেনশনে বক্তব্য রাখছিলেন তিনি। এ সময় বলেন, জম্মু ও কাশ্মীরের মানুষের মর্যদা ও অধিকারের জন্য আত্মসম্মানের সঙ্গে শান্তির পক্ষে কথা বলবে তার দল। একই সঙ্গে লড়াইও করবে। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। মেহবুবা মুফতি বলেন, দুর্ভাগ্যজনক হলো ভারতে একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যকে বিভক্ত করে দেয়া হয়েছে। ভারত বা তার সংবিধান এ কাজ করেনি। এটা করেছে একটি একক দল। জম্মু ও কাশ্মীরের জনগণের পরিচয় অবৈধভাবে কেড়ে নেয়া হয়েছে। তিনি আরো বলেন, জম্মুও কাশ্মীরের পরিচয়ের জন্যই শুধু পিডিপি লড়াই করবে এমন না। একই সঙ্গে কাশ্মীর বিরোধের রেজ্যুলুশন নিয়েও লড়াই করবে। এ সময় তিনি ক্ষমতাসীন বিজেপির কড়া সমালোচনা করেন। বলেন, তারা দেশের গণতান্ত্রিক রীতি এবং প্রতিষ্ঠানকে বুলডোজার দিয়ে ধ্বংস করে দিচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ