মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সীমানা নিয়ে সোমবার মিজোরামের সাথে তুলকালাম কান্ড বাঁধিয়েছে আসাম। এ ঘটনায় প্রাণ গেছে আসামের ছয়জন পুলিশ সদস্যের। তবে শুধু মিজোরাম নয়। আরও কয়েকটি রাজ্যের সাথে দ্বন্দ্ব রয়েছে। এমনকি আরও কয়েকটি রাজ্যের মধ্যে পরস্পর দ্বন্দ্ব রয়েছে বলেও জানা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। লোকসভার অধিবেশনে মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। তারা জানিয়েছে, দেশটিতে রাজ্যে রাজ্যে দ্বন্দ্বের এমন আরও সাতটি ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হরিয়ানা-হিমাচল প্রদেশ, লাদাখ-হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র-কর্নাটক, আসাম-অরুণাচল প্রদেশ, আসাম-নাগাল্যান্ড, আসাম-মেঘালয় এবং আসাম-মিজোরামের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, সীমানা দিয়ে এসব রাজ্যের মধ্যে মাঝে মাঝে বিক্ষোভ এবং সহিংসতার ঘটনা ঘটে। এই সমস্যা সমাধানে কেন্দ্র কি করছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজ্য সরকারগুলোর সহযোগিতার মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে। কেন্দ্র কেবল এই সমাধানের সঙ্গী হতে পারে। এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সাফ জানিয়ে দিয়েছেন, তার সরকার সীমানায় শান্তি চায়। তবে তারা এক ইঞ্চি জমিও ছাড়বেন না। মঞ্চলবার শিলচর হাসপাতালে সংঘর্ষে আহতদের দেখতে যান তিনি। সেখানে থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন হিমন্ত। এদিকে, আসাম-মিজোরাম সীমানায় সংঘর্ষের পর পরিস্থিতি এখনও উত্তপ্ত। এরই মধ্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সাফ জানিয়ে দিলেন, তার সরকার সীমানায় শান্তি চায়। তবে তারা এক ইঞ্চি জমিও ছাড়বেন না। মঙ্গলবার শিলচর হাসপাতালে সংঘর্ষে আহতদের দেখতে যান তিনি। সেখানে থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন হিমন্ত। খবর ইন্ডিয়া টুডের। তিনি বলেন, এই সংঘর্ষ দুটি রাজনৈতিক দলের মধ্যে হয়নি। হয়েছে দুটি রাজ্যের মধ্যে। আসামে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখনও সংঘর্ষ হয়েছে। আমরা শান্তি চাই। তার জন্য যা দরকার তাই করবো। কিন্তু এক ইঞ্চি জমিও দেবো না। তাদের এলাকা দখলও করতে যাবো না। হিমন্ত দাবি করেন যে, দুই রাজ্যের মধ্যে থাকা বনাঞ্চল নিয়েই দীর্ঘদিন ধরে এই সংঘাত চলছে। তার ভাষায়, মিজোরামের মানুষদের সাথে আমাদের লড়াই নয়। জমির জন্যও এই লড়াই নয়। আসাম ও মিজোরামের মধ্যে থাকা বনাঞ্চল নিয়ে এই সংঘাত। টিওআই, ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।