Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে প্রেস লেখা মোটর বাইক টার্গেট করে পুলিশের অভিযান শুরু

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৪:১৭ পিএম

সিলেট নগরীতে কাগজপত্রবিহীন ও অবৈধ মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে শুরু হয়েছে অভিযান। এ অভিযান পরিচালনা হচ্ছে ডিবি পুলিশ ও ট্রাফিক সার্জেন্টের নেতৃত্বে। আজ বুধবার সরেজমিনে দেখা যায়, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ তল্লাশি চালাচ্ছে। যেসব মোটরসাইকেলের কোন কাগজপত্র পাওয়া যাচ্ছে না, সেগুলো আটক এবং প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকা চালকদের বিরুদ্ধেগ্রহণ করা হচ্ছে আইনগত ব্যবস্থা। দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে সামনে ‘প্রেস’ লেখা স্টিকার লাগানো কয়েকশ মোটরসাইকেল সিলেট দাঁপিয়ে বেড়াচ্ছে। এদের বেশির ভাগেরেই সঠিক নেই কাগজপত্র। এমনকি পুলিশের চোখকে ফাকি দিতে,প্রকৃত মিডিয়া সম্পৃক্ততা না থাকা স্বত্বে¦ অনেক অপরাধি প্রেস সম্বলিত ষ্টিকার ব্যবহার করছে মোটর বাইকে। তাই এবার এসব মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে এসএমপি। নগরীর চৌহাট্টা ও টুকেরবাজার তেমুখী পয়েন্টে গিয়ে দেখা গেছে, চেকপোস্টে মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হবার কারণ জানতে চায় পুলিশ। পরে প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট আছে কিনা সেগুলো চেক করা হচ্ছে। তবে যাদের কাছে কাগজপত্র পাওয়া যায়নি সেই মোটরসাইকেলগুলো আটক এবং চালকদের বিরুদ্ধে গ্রহণ করা হচ্ছে আইনগত ব্যবস্থা ।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, কাগজপত্রবিহীন ও অবৈধ মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে আজ থেকে । আগামীকাল থেকে সাঁড়াশি অভিযান শুরু হবে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ