মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের উত্তরাখণ্ডের পর এবার প্রবল বর্ষণ চলছে জম্মু-কাশ্মীরে। গতকাল থেকে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত ভূস্বর্গ। বুধবার সকালে প্রবল বর্ষণ শুরু হয় তারপর থেকেই একাধিক জায়গায় ধস নেমেছে। একাধিক রাস্তা বন্ধ হয়ে গেছে। মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বানের পরিস্থিতি তৈরি হয়। কিস্তোয়ারের প্রত্যন্ত গ্রামে বিপর্যয়ের ঘটনা ঘটে। কমপক্ষে ৮টি বাড়ি প্রায় ভেসে গিয়েছে। বুধবার (২৮ জুলাই) সকালে বৃষ্টিতে কিশতওয়ার জেলার হনজার গ্রাম। এখন পর্যন্ত সেখানে পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ অন্তত ৪০ জন। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে জম্মুর এ অংশে।
দেশটির আবহাওয়া সূত্রে বলা হয়েছে, জম্মু কাশ্মীরের কিশতওয়ারে মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়ঙ্কর বিপর্যয়। বিপুল ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। কমপক্ষে ৮টি বাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ভেসে গেছে গবাদি পশু। এখনও অনেকের খবর পাওয়া যায়নি। প্রত্যন্ত গ্রামে হওয়ায় এখনও উদ্ধারকারী দল সেখানে পৌঁছতে পারেনি। সেখানে যাওয়ার চেষ্টা করছেন উদ্ধারকারীরা।
পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, উদ্ধারকাজ শুরু হয়েছে। পাঁচটি মরদেহ মিলেছে। এখনও নিখোঁজ ৪০ জন। তবে তাদের কাছে পুরো ঘটনার তথ্য নেই বলেও জানিয়েছে জম্মু পুলিশ। সূত্র : এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।