Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সুরক্ষা’ ওয়েবসাইট হ্যাক করে এসএমএস চট্টগ্রামে থানায় জিডি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৯:২৮ এএম | আপডেট : ৯:৩৩ এএম, ২৮ জুলাই, ২০২১

চট্টগ্রামে করোনার ভ্যাকসিনের জন্য নিবন্ধনের ওয়েবসাইট ‘সুরক্ষা’ হ্যাক করে সার্ভারে প্রবেশের অভিযোগ পাওয়া গেছে। সেখান থেকে টিকা গ্রহীতাদের টিকার গ্রহণের তারিখ জানিয়ে এসএমএস পাঠানো হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ভ্যাকসিন কেন্দ্রে বিষয়টি নজরে আসার পর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মঙ্গলবার ওয়েবসাইট হ্যাকের অভিযোগ করে চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাব উদ্দিন নগরীর পাঁচলাইশ থানায় এ জিডি করেন। পুলিশ জানিয়েছে, একাধিক ভ্যাকসিন গ্রহীতার মোবাইলে ক্ষুদেবার্তার মাধ্যমে পাঠানো নিবন্ধনের তারিখ পাওয়া যায়, যার সঙ্গে ওয়েবসাইটের তারিখের মিল নেই অথবা ওয়েবসাইটে তারিখই নির্ধারণ হয়নি। অথচ ওয়েবসাইট থেকে পাওয়া ক্ষুদেবার্তা নিয়ে প্রতিদিন এরকম অনেকেই ভ্যাকসিন দিতে আসছেন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, চমেক হাসপাতালের ভ্যাকসিন কেন্দ্রে প্রতিদিন ৫-১০ জন অতিরিক্ত লোক ভ্যাকসিন দিতে আসছেন, যাদের মোবাইলে এসএমএস গেছে, কিন্তু সেই তারিখের সঙ্গে সুরক্ষা অ্যাপের মিল নেই। বিষয়টি নজরে আসার পর উনাদের সন্দেহ হয় যে, সাইটটি কেউ হ্যাক করে সার্ভারে ঢুকে অবৈধভাবে তারিখগুলো পাঠাচ্ছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

জিডিতে অভিযোগ করা হয় প্রতিদিনই কে বা কারা সুরক্ষা সাইট হ্যাক করে ভ্যাকসিন প্রদানের নির্দিষ্ট তারিখ উল্লেখ করে ভুয়া এসএমএস দিয়ে আসছেন। ফলে ভ্যাকসিনের নির্দিষ্ট লক্ষ্যের অতিরিক্ত ভ্যাকসিনগ্রহীতা কেন্দ্রে এসে কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিডি

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ