Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় প্রান্তিকে সউদী জিডিপি প্রবৃদ্ধি ১২.২%

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সউদী আরবের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১২ দশমিক ২ শতাংশ বেড়েছে। এ বৃদ্ধির হার প্রাথমিক পূর্বাভাসের চেয়ে বেশি এবং গত এক দশকের মধ্যে সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধির রেকর্ডও। একই সময়ে দেশটির জ্বালানি তেলসংক্রান্ত অর্থনৈতিক কার্যক্রম বছরওয়ারি হিসেবে ২৩ শতাংশ বেড়েছে। খবর দ্য ন্যাশনাল নিউজ। গতকাল সৌদি আরবের জেনারেল অথরিটি অব স্ট্যাটিস্টিক (গ্যাস্ট্যাট) জানিয়েছে, এপ্রিল-জুন সময়ে দেশটির জিডিপি সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে। এ বৃদ্ধির হার ২০১১ সালে তৃতীয় প্রান্তিকের সপর সর্বোচ্চ। গ্যাস্ট্যাটের তথ্য অনুসারে, গত জুলাইয়ে প্রকাশিত পূর্বাভাসের চেয়েও দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যান বেশি। সে সময় ১১ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল। পাশাপাশি এ সময়ে দেশটির জিডিপি প্রথম প্রান্তিকের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেড়েছে। দেশটির হাইড্রোকার্বন সেক্টরও প্রথম প্রান্তিকের চেয়ে ৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে। পাশাপাশি জ্বালানি তেল বহির্ভূত অর্থনৈতিক কার্যক্রমও বার্ষিক ভিত্তিতে ৮ দশমিক ২ শতাংশ বেড়েছে। এ হার গ্যাস্ট্যাটের পূর্বাভাসকৃত ৫ দশমিক ৪ শতাংশ থেকেও বেশি। জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর মধ্যে বৃহৎ জ্বালানি তেলবহির্ভূত খাত রয়েছে সউদী আরবের। দ্বিতীয় প্রান্তিকে দেশটির সরকারি পরিষেবাও ২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় প্রান্তিকে বর্তমান মূল্যে দেশটির জিডিপি ১ লাখ ৫ হাজার কোটি সউদী রিয়ালে (২৮ হাজার কোটি ডলার) পৌঁছেছে। এ সময়ে জাতীয় অর্থনীতিতে অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের অবদান ৩৮ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। দ্য ন্যাশনাল নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্বিতীয় প্রান্তিকে সউদী জিডিপি প্রবৃদ্ধি ১২.২%
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ