মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চলতি বছরের প্রথম প্রান্তিকে ফিলিপাইনের জিডিপি বা অর্থনীতির আকার বেড়েছে আট দশমিক তিন শতাংশ। কারণ দেশটিতে এরই মধ্যে করোনার বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ফলে ভোক্তাদের চাহিদা বেড়েছে। এর আগে ওমিক্রনের ঢেউ দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করে। এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, এর আগের প্রান্তিকে দেশটির অর্থনীতি বাড়ে সাত দশমিক আট শতাংশ। তাছাড়া ২০২১ সালের প্রথম প্রান্তিকে অর্থনীতি তিন দশমিক আট শতাংশ সংকুচিত হয়। ৬৪ বছর বয়সী ফের্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার পর দেশটির পরিসংখ্যান বিভাগ এ ঘোষণা দেয়। ফিলিপাইনের আইন-শৃংখলা ও অবকাঠামোখাতে ব্যাপক পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দেশটির অর্থনীতিবিদরা জানিয়েছেন, ২০২২ সালের পরেও মানুষের ব্যয়ের পরিমাণ কম থাকতে পারে। এদিকে কর্পোরেট শুল্ক হার কম হওয়ায় গত বছর রাজস্ব আয় কম হয়েছে। এতে আর্থিক ঘাটতির পরিমাণ দাঁড়ায় আট দশমিক পাঁচ শতাংশে। ২০২১ সালের শেষ প্রান্তিকে সরকারের ঋণ দাঁড়ায় জিডিপির ৬০ শতাংশের বেশি। মহামারির আগে এই হার ছিল ৪০ শতাংশ। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।