Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের ৫ জন নিহত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৮:২৭ এএম | আপডেট : ৯:১০ এএম, ২৮ জুলাই, ২০২১

পাহাড় ধসে টেকনাফের হ্নীলা ইউনিয়নের এক বাড়িতে নিহত হয়েছে ৫ জন।

ইউনিয়নের পানখালী ভিলিজার পাড়া গ্রামের লাল মিয়ার পুত্র ছৈয়দ আলমের বাড়িতে পাহাড় ধসের ঘটনায় প্রথমে দুইজনের লাশ উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিল ৩ জন। রাতে ওই তিনজনকে মৃত উদ্ধার করেছে স্থানীয়রা।

এর আগে মঙ্গলবার সকালে হোয়াইক্যং এ পাহাড় চাপায় রকিম আলী নামের একজন নিহত হয়েছে। এনিয়ে দুই দিনে টেকনাফে পাহাড় ধসে নিহত হল ৬জন।

বুধবার (২৮ জুলাই) দিবাগত রাতে পাহাড় ধসে ২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তাতে ৩জন নিখোঁজ থাকলে ১ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে অবশেষ নিখোঁজ ৩জনকে মৃত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয়রা।

হ্নীলা ইউপির চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা নিশ্চিত করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ