Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাইলসের চোটে কপাল খুলল ‘রাশিয়ার’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ১২:০১ এএম

ওয়ার্মআপেও দুর্ঘটনা ঘটেছিল। প্রায় নিখুঁত পারফরম্যান্সের জন্য বিখ্যাত সিমোন বাইলস ভল্টে ভুল করেছিলেন। সেদিন তবু সবচেয়ে বেশি পয়েন্ট নিয়েই শেষ করেছেন। গতকাল মূল প্রতিযোগিতাতেও অঘটন ঘটেছে। ভল্টে ২.৫ বার রোটেট করার কথা ছিল। কিন্তু ১.৫ বার ঘুরেই মাটিতে পা রেখেছেন বাইলস, সেটাও অনেক দূর এগিয়ে থামিয়েছেন। তার এ ভুলে ১৩.৭৬৬ পয়েন্ট পেয়েছেন। তার দলও প্রথম রাউন্ডে ৪২.৭৩২ পেয়েছে। ওদিকে রাশিয়া ৪৩.৭৯৯ পয়েন্ট পেয়ে এগিয়ে। যুক্তরাষ্ট্রের দুশ্চিন্তা বাড়িয়ে ফ্লোর ছেড়ে গেছেন বাইলস। পরে শুশ্রূষা নিয়ে ফিরেও এসেছিলেন। কিন্তু দলগত ইভেন্টের ফাইনাল থেকে ছিটকে গেছেন তিনি। বাইলস নিজেই নাকি সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আনইভেন বারে বাইলসের বদলে রিজার্ভে থাকা জর্ডান চিলেস আনইভেন নেমেছিলেন বারে। সুনিসা লি চেষ্টা করেছিলেন তার অভাব পূরণ করতে। কিন্তু রাশিয়ার ভøাদিসলাভা উরাজোভা, ভিক্টোরিয়া লিস্তোনোভা, অ্যাঞ্জেলিনা মেলনিকোভা কোনো সুযোগ দেননি যুক্তরাষ্ট্রকে। জিমন্যাস্টিকসে ছেলেদের পর মেয়েদের দলগত সোনাও জিতে নিয়েছে রাশিয়া। ১৬৯.৫২৮ পয়েন্ট পেয়ে সোনা জিতেছে রাশিয়া। ১৬৬.০৯৬ পেয়ে দ্বিতীয় যুক্তরাষ্ট্র। ১৬৪.০৯৬ পয়েন্টে ব্রোঞ্জ পেয়ে চমকে দিয়েছে ব্রিটেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়ার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ