প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
একজন দক্ষ অভিনেতা হিসেবে সমু চৌধুরী পরিচিত। যেকোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন। এই অভিনেতা ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। দীর্ঘদিন অভিনয় করেননি। গত কয়েক বছরে আবার নিয়মিত হয়েছেন। অভিনয় করে যাচ্ছেন। ফিরে এসে দেখেন, এ সময়ে কাজের ধরণ বদলে গেছে। এখন অনেক শিল্পী অল্পতে জনপ্রিয়তা পেতে চান। তাদের মধ্যে এমন প্রবণতা বিদ্যমান। এ প্রসঙ্গে সমু চৌধুরী বলেন, অভিনয় করা আর শিল্পী হয়ে ওঠা এক কথা নয়। অনেকে সাময়িক জনপ্রিয়তা পান ঠিকই, তবে তার স্থায়িত্ব থাকে না। কিছু দিন পর তারা হারিয়ে যান। অভিনয়ে স্থায়িত্ব পেতে গেলে ভালো কাজ করার বিকল্প নেই। রুচীশীল কাজ হতে হবে। অল্প সময়ে জনপ্রিয়তার চিন্তা করলে আবার অল্প সময়েই হারিয়ে যেতে হবে। শিল্পীদের ভালো কাজকে প্রাধান্য দিতে হবে। সমু চৌধুরী বলেন, কাজ করতে গিয়ে একটা সময় সবাইকে পরিবারের মনে হতো। কিন্তু এখন সেই পরিবেশটা নাই। তবুও কাজ করতে হচ্ছে। তিনি বলেন, ক্যারিয়ারের এই সময়ে এসে যেকোনো চরিত্রে কাজ করা সম্ভব না। তাই চেষ্টা করছি আমার সঙ্গে যায় এমন চরিত্রে কাজ করতে। এবারের ঈদে সমু চৌধুরী অভিনীত অনেকগুলো নাটক প্রচার হয়েছে। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও ব্যস্ত সময় পার করছেন তিনি। বর্তমানে তার হাতে ছয়টি চলচ্চিত্র রয়েছে। এগুলো হলো লিডার-আমিই বাংলাদেশ, দামাল, কথা দিলাম, অন্ত্যেষ্টিক্রিয়া, চরিত্র এবং মনোলোক। সিনেমাগুলোতে তাকে নতুন নতুন চরিত্রে দেখা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।