মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা পদত্যাগ করেছেন। রাজ্য গভর্নর থাওয়ার চাঁদ গেহলটের কাছে সোমবার পদত্যাগপত্র জমা দেন তিনি। ইয়েদুরাপ্পার পদত্যাগপত্র গ্রহণ করেছেন গভর্নর থাওয়ার চাঁদ গেহলট। নতুন মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত তাঁকে কাজ করে যেতে আহবান জানিয়েছেন গভর্নর। ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা বি এস ইয়েদুরাপ্পা। এইচ ডি কুমারাস্বামীর নেতৃত্বাধীন জোট সরকারের পতনের পর ২০১৯ সালে তিনি মুখ্যমন্ত্রী হন। এ নিয়ে চারবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। কিন্তু কর্ণাটকের এই মুখ্যমন্ত্রী কখনোই মেয়াদ পূরণ করতে পারেননি। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। পরে তাঁকে কারাগারে যেতে হয়। পদত্যাগপত্র দেওয়ার পর প্রশ্ন করা হয়েছিল, গভর্নরের দায়িত্ব দেওয়া হলে তিনি তা পালন করবেন কি না? এর জবাবে ইয়েদুরাপ্পা বলেন, ‘এই রাজ্য ছেড়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। কর্ণাটকের জনগণের কল্যাণে আমি কাজ করব।’ এনডিটিভির খবরে বলা হয়েছে, ইয়েদুরাপ্পা যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন এর বিরোধিতা করেছিলেন রাজ্য বিজেপির একটি অংশ। সেই বিরোধী অংশটি তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে চেয়েছিল। এর ফলে কর্ণাটকের রাজনীতিতে একধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু ইয়েদুরাপ্পার পদত্যাগের মধ্য দিয়ে সেই অনিশ্চয়তার অবসান হলো। পদত্যাগের ঘোষণা দিয়ে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন ইয়েদুরাপ্পা। তিনি বলেন, ‘বিজেপি নেতা অটল বিহারি বাজপেয়ি প্রধানমন্ত্রী হওয়ার পর আমাকে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী করতে চেয়েছিলেন। কিন্তু আমি বলেছিলাম, আমি কর্ণাটকেই থাকব। এখন কর্ণাটকে বিজেপি বড় হয়েছে। এটা সব সময় আমার জন্য অগ্নিপরীক্ষা ছিল।’ এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।