Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীর বাঘায় ৩৯ জনের করোনা পরীক্ষায় পজেটিভ ৬ জন

বাঘা (রাজশাহী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ৬:১৪ পিএম

রাজশাহীর বাঘা উপজেলায় ২৪ ঘন্টায় ৩৯ জনের করোনা পরীক্ষায় পজেটিভ হয়েছে ৬জনের। এই উপজেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৩জনে। সোমবার (২৬জুলাই) পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৩হাজার ৪০০জনকে। হোম আইসোলেশনে চিকিৎসা হয়েছে ৩৪৪ জনের। বাইরের কালেকশনসহ করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ৮ জন। ৬ এপ্রিল (২০২০) থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই করোনার পরীক্ষা শুরু করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রাশেদ আহমেদ বলেন, নতুন আক্রান্তরা চিকিৎসা নিচ্ছেন। তুলনামূলক ভাবে বাঘা উপজেলায় আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আতংকিত না হয়ে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সকলেই মাস্ক পরিধান করতে হবে। প্রয়োজন ছাড়া কোনভাবেই ঘরের বাইরে যাওয়া যাবেনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ