Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবকের নাক-কান কেটে দিলেন প্রতিবেশীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ১২:০২ এএম

প্রতিবেশীরা দলবল নিয়ে তার ওপর চড়াও হন এবং ছুরি দিয়ে নাক ও কান কেটে দেন। খবর দ্য ডনের। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় তিনি অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছে পাঞ্জাব প্রদেশের পুলিশ। লাহোর থেকে ৩৭৫ কিলোমিটার দূরে অবস্থিত পাঞ্জাব প্রদেশের মুজফ্ফরগড়ে ঘটে এ ঘটনা। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার কাজ সেরে বাড়ি ফিরছিলেন মহম্মদ আকরাম। সেই সময় কয়েকজনকে সঙ্গে নিয়ে তার ওপর চড়াও হন পাড়ারই বাসিন্দা আবদুল কাইয়ুম। প্রথমে তাদের মধ্যে বচসা হয়। কেন তার স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তা নিয়ে আকরামকে হেনস্থা করতে শুরু করেন তারা। সবাই মিলে আকরামকে একটি নির্জন জায়গায় নিয়ে চেপে ধরে ছুরি দিয়ে তার নাক ও কান কেটে দেন বলে জানিয়েছে পুলিশ। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ