Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত বায়োটেকের ভ্যাকসিন ট্রায়াল বন্ধ করল ব্রাজিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ১২:০২ এএম

নিজেদের ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করায় কোভ্যাক্সিনের ট্রায়াল বাতিলের ঘোষণা দিয়েছে ব্রাজিল। ব্রাজিলের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ‘ভারত বায়োটেক ব্রাজিলের সংস্থার সঙ্গে চুক্তি খারিজ করায় সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ব্রাজিলের প্রেসিসা মেডিকামেন্টোস নামের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার কাছে কোভ্যাক্সিন বিক্রি করার কথা ছিল ভারত বায়োটেকের। কিন্তু শুক্রবার সেই চুক্তি খারিজ করেছে তারা। কেন চুক্তি খারিজ করা হয়েছে তার কোনো কারণ দেখায়নি ভারত বায়োটেক। শুক্রবার ভারত বায়োটেক বলেছে, ‘ব্রাজিলের সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। যদিও ব্রাজিলের ড্রাগ রেগুলেটরি বডি আনভিসা-র সঙ্গে কাজ করবে ভারত বায়োটেক। ব্রাজিল যাতে কোভ্যাক্সিনকে ব্যবহারের অনুমতি দেয় তার জন্য পুরো প্রক্রিয়া শেষ করতে চায় কোম্পানি।’কিছু দিন আগেই কোভ্যাক্সিনের চুক্তি ঘিরে বিতর্ক ছড়িয়েছিল ব্রাজিলে। ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ