নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জিম্বাবুয়েতে দেশের হয়ে খেলতে গিয়ে চরম এক দুঃসংবাদ পেলেন ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লব। যে বাবা সিএনজি অটোরিকশা চালিয়ে কষ্ট করে তাকে বড় করেছিলেন, ক্রিকেটার বানিয়েছিলেন সেই বাবাই চলে গেছেন পৃথিবী ছেড়ে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, লেগ স্পিনার বিপ্লবের বাবা আব্দুল কুদ্দুস বৃহস্পতিবার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৬২ বছর বয়েসী কুদ্দুস বেশ কয়েকদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন।
বিপ্লবের বাবার এমন আকস্মিক প্রয়াণে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাবার মৃত্যু হওয়ায় বিপ্লবকে দ্রুত দেশে ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। বাবার চিকিৎসার জন্য গত বছর লম্বা সময় খেলা ও অনুশীলনের বাইরে থাকতে হয়েছিল বিপ্লবকে।
বিপ্লব জাতীয় দলে আসার পর তার বাবার জীবন সংগ্রামের খবর আলোয় আসে। সিএনজি অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন তিনি। কষ্ট করে হলেও ছেলেকে ক্রিকেটার বানাতে পণ করেছিলেন। ছেলে জাতীয় দলে পা রাখায় তার সেই স্বপ্ন পূরণ হয়েছিল। কিন্তু ছেলের আরও উন্নতি দেখে যেতে পারলেন না এই বাবা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।