প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আশির দশকের জনপ্রিয় ব্যান্ডশিল্পী বিপ্লব বেশ কয়েক বছর ধরে গানকে অনেকটা বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হয়েছেন। তবে গান ছাড়তে পারেননি। সেখানে থেকেই গান করছেন। তিনি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে স্থায়ীভাবে বসবাস করছেন। কাজের ফাঁকে সুযোগ পেলে নতুন গান প্রকাশ করেন। বিপ্লব বলেন, আমি গানের মানুষ। গান ছাড়া থাকা সম্ভব নয়। এখানে নিজেকে ভিন্ন পেশায় নিয়োজিত রাখলেও নিয়মিত গানের চর্চা চালিয়ে যাচ্ছি। এটা আমার আত্মার খোরাক। এ কারণে গান করে যাচ্ছি। এবার নতুন একটি গান প্রকাশ করতে যাচ্ছি। গানটি দ্বৈতকণ্ঠে প্রকাশিত হবে। আমার ক্যারিয়ারে খুব বেশি দ্বৈত গান করিনি। তাই বেশ কিছুদিন ধরেই একটি দ্বৈত গানের পরিকল্পনা করছিলাম। আমার সঙ্গে কে গাইবে, তা নিয়েও ভাবছিলাম। এটি দারুণ একটি প্রেমের গান। এই গানে শ্রোতারা নিজেদের বেশ ভালোভাবে স¤পৃক্ত করতে পারবেন। তিনি জানান, নিউইয়র্কের আরএমডি স্টুডিওতে জেট ল্যাগ ভালোবাসা শিরোনামের গানটির রেকর্ডিং হয়েছে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বিপ্লব। উল্লেখ্য, বিপ্লব নিজের ইউটিউব চ্যানেলে তার গাওয়া পুরোনো গান আপলোড করার পাশাপাশি নতুন গানও প্রকাশ করছেন। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হওয়া প্রমিথিউস ব্যান্ডদলের প্রধান ও ভোকাল তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।