মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত নিয়ন্ত্রিত জম্মুর বিমান ঘাঁটিতে হামলার কয়েক সপ্তাহ যেতে না যেতেই একই এলাকায় ফের উড়তে দেখা গেল অত্যাধুনিক ড্রোন। বুধবার সকালে নজরে আসে ড্রোনটি। নতুন করে ড্রোন দেখায় উদ্বিগ্ন দেশটির সেনা ও সামরিক মহল। ড্রোনটি মূলত ভরতের সাতওয়ারি বিমান ঘাঁটি থেকে আকাশপথে মাত্র কয়েকশত মিটার দূরত্বে উড়তে দেখা যায়। খবর জি নিউজের।
এর আগে জম্মু বিমানবন্দরের এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরক হামলার পরও একাধিকবার জম্মুর আকাশে দেখা গেছে ড্রোন। বুধবার ভোর রাতে দুবার কালুচক ও কুঞ্জয়ীনী এলাকায় ড্রোনের দেখা পাওয়া গিয়েছিল বলে জানিয়েছে সেনা সূত্র। জম্মুতে গত চারদিনে প্রায় সাতটি ড্রোনের দেখা মিলেছে।
সর্বশেষ ২৭ জুন বিমান বাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলায় বিস্ফোরক ব্যবহার করেছিল। আহত হয়েছিলেন ভারতীয় বিমান বাহিনীর দুই সদস্য। হামলার একদিন পরই দেশের উচ্চ পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ড্রোন ঘটনার পর জম্মু কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং পাকিস্তানকে ইঙ্গিত করে বলেন, ড্রোন হামলার পেছনে নিশ্চয়ই কোনো সন্ত্রাসী দলের ইন্ধন আছে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে।
দিলবাগ সিংয় দাবি করেন, পাকিস্তানই মূলত ড্রোনের মাধ্যমে কাঁটাতারের সীমান্ত পেরিয়ে বেআইনি অস্ত্রশস্ত্র, অর্থ এবং জঙ্গি হামলার সঙ্গে যুক্ত নানাবিধ সামগ্রী আনা-নেয়া করছে। কেননা প্রথমবারের ড্রোন হামলার জম্মুর একটি দুর্গম এলাকা থেকে প্রায় সাত কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সূত্র : এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।