প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নন্দিত গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। কয়েক যুগ ধরে তিনি কণ্ঠের জাদুতে মুগ্ধ করে রেখেছেন শ্রোতাদের মন। চলচ্চিত্রে গান করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। খানিক বিরতি দিয়ে দিয়ে বর্তমানে আবার গানে ফিরেছেন তিনি। আসছে ঈদে তিনি হাজির হচ্ছেন নতুন দুইটি গান নিয়ে। একটি গানের শিরোনাম ‘নীল মাছি’। অন্যটির শিরোনাম ‘শূন্যপুর’ ।
‘নীল মাছি’ শিরোনামে নতুন এই গানটি লিখেছেন পলিন কাউসার। সংগীত পরিচালক রাজন সাহার সঙ্গীতায়োজনে স্টুডিও জয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে ‘নীল মাছি’ গানটি প্রকাশ হবে।
‘নীল মাছি’ গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, গানটি এক কথায় চমৎকার ও সাবলীল। কথা ও সুরে ভিন্নতা আছে। বেশ আনন্দ নিয়ে গেয়েছি। আশা করছি রুচিশীল শ্রোতাদের কাছে গানটি সাড়া জাগাবে।
আর কবি হেনরি লুইসের কথা ও কলকাতার টুনাই দেবাশিষ গাঙ্গুলির সুরে ‘শূন্যপুর’ গানটির সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ।
‘শূন্যপুর’ গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘বেশ চমৎকার অনুভবের একটি গান হয়েছে। বেশ ক’জন মেধাবী মানুষ মিলে গানটি তৈরি করেছেন। আমার প্রত্যাশা শ্রোতারা এই গানে নিজেদের ভালোলাগার কথা খুঁজে পাবেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।