Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মুম্বাইয়ে ভারি বর্ষণ অব্যাহত, প্রাণহানি বেড়ে ৩১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ১২:১০ এএম

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে তুমুল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর প্রভাবে শহরটিতে বেশ কয়েকটি বাড়ি ও দেয়াল ভেঙে মারা গেছেন অন্তত ৩১ জন। এছাড়া উত্তরাএন্ড মৃত্যু হয়েছে তিনজনের। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, মুম্বাইয়ে নিহতদের মধ্যে আটটি শিশু রয়েছে। শনিবার রাত থেকে শুরু হয়ে রোববার অবধি টানা বৃষ্টিপাতে ভূমিধস, বাড়িঘর ভেঙে এবং বিদ্যুতায়িত হয়ে এসব প্রাণহানি ঘটেছে। আঞ্চলিক আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, মুম্বাইয়ের বেশ কিছু এলাকায় সোমবারও ভয়াবহ বৃষ্টিপাত হতে পারে। জানা যায়, প্রবল বৃষ্টির জেরে মুম্বাইয়ের মাহুল এলাকায় একটি ছোট টিলায় ধস নামে। সেখানে একটি দেয়াল কিছু কাঁচা বাড়ির ওপর ভেঙে পড়ে। এছাড়া ভিখরোলি এলাকায় রাত আড়াইটার দিকে ছয়টি কাঁচা বাড়ি ধসে পড়ে। ভান্ডুপ এলাকাতেও দেয়ালধসের ঘটনা ঘটেছে। বৃষ্টির পানি রেললাইনে জমে যাওয়ায় মুম্বাইয়ে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। অনেক ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে। এদিকে, উত্তরাখন্ডের উত্তরকাশীর মান্ডো গ্রামে তুমুল বৃষ্টির জেরে তিনজন মারা গেছেন। নিখোঁজ আরও চারজন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মকর্তা জগদম্বা প্রসাদ এ তথ্য নিশ্চিত করেছেন। রাতভর ভারি বর্ষণের পর সোমবার সকালেও বৃষ্টি হয়েছে দিল্লিতে। এতে ভারতীয় রাজধানীর অনেক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টিপাতের জেরে মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্য হিন্দু, ডয়েচে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ