Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে ওষুধের দোকান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২১, ৫:৫৯ পিএম

গাজীপুরে একটি ওষুধের দোকানের ভিতর থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত নয়টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা সংলগ্ন ঊনিশে টাওয়ারের নীচ তলায় জাবিন মেডিকেল হল নামের ওষুধের দোকান থেকে ওই দোকানের মালিকের লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম কামরুল ইসলাম (৩৮)। তিনি নরসিংদীর মাধবদী থানার রহিমদি গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, ওষধের দোকানের মালিক কামরুল ইসলাম তার দোকানের ভিতরেই রাতে ঘুমাতেন। শনিবার দোকানের বেচাকেনা শেষে প্রতিদিনের ন্যায় রাতে দোকানের ভিতরেই ঘুমিয়ে পড়েন। রবিবার সকালে ১১টার দিকে আশপাশের দোকানদারগণ তার দোকানের সাটাররর নীচ দিয়ে প্র¤্রাব বের হতে দেখেন। এসময় তাকে ডাকাডাকি করলেও কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে সাটার ভেঙ্গে ভিতরে গিয়ে ওই ব্যবসায়ীকে মৃত অবস্থায় দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ রাত ৮ টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে রাতে ষ্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ