Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হঠাৎ আর্জেন্টিনার রঙে রঙিন চীনের বিখ্যাত ভবন!

কোপা আমেরিকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ৪:৫৭ পিএম

 

এক সপ্তাহ পূর্ণ হয়েছে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের। তবু এ নিয়ে উৎসব-উন্মাদনা থামার জো নেই। ২৮ বছর পর কাঙ্ক্ষিত শিরোপা এসেছে আলবিসেলেস্তেদের ঘরে, উদযাপনটা একটু বেশি হতেই পারে।

তবে মেসিদের এই কোপা জয়ের আনন্দের উন্মাদনা পৌঁছে গেছে সুদূর চীনেও। শুক্রবার অভিনব এক উদযাপনে মাতল চীনের বাণিজ্যিক শহর সাংহাই।

শহরের বিখ্যাত বাণিজ্যিক ভবনটি হঠাৎই আর্জেন্টিনার রঙে রঙিন হয়ে উঠল! রাতের আঁধারে আর্জেন্টিনার আকাশি-সাদার রঙে ফুটে উঠল সাংহাইয়ের এক্সপো এক্সিস ভবনে।

হঠাৎ চীনের বিখ্যাত ভবন আর্জেন্টিনার রঙে রঙিন হয়ে উঠল! (ভিডিও)

শুধু কি তাই, ভবনের বিশাল দেয়ালে নাম উঠল আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসির নাম ও তার ১০ নম্বর জার্সি। ভবনের বিশাল বিশাল দেয়ালে ভেসে উঠল কোপা আমেরিকা বিজয়ী অধিনায়কের উজ্জ্বল মুখচ্ছবি।

মূলত ভবনের দেয়ালে দেয়ালে আর্জেন্টিনার পতাকা ও মেসির ছবি ভেসে ওঠার পুরো প্রক্রিয়াটিই ছিল লেজার লাইট শো।

সাংহাইয়ের স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, নয়নাভিরাম এই লাইট শো দেখতে শুক্রবার রাতে ১০ হাজারের বেশি মানুষ জড়ো হয়েছিল।

এদিকে লাইট শোটি যে যার মোবাইল ফোনে ধারণ করে টুইটার, ওয়েইবতে ছড়িয়ে দিয়েছে রাতেই, যা ফেসবুকেও এখন ভাইরাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক ফুটবল

২ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ