Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহামারি পরবর্তী পুনরুদ্ধারে ইইউর বৃহৎ পরিকল্পনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ১২:০২ এএম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চারটি বৃহৎ অর্থনীতি ও অন্যান্য আটটি দেশের সম্মিলনে নভেল করোনাভাইরাস-পরবর্তী পুনরুদ্ধার পরিকল্পনা হাতে নিয়েছে ইইউ। এটিকে কোভিড-১৯ মহামারী-পরবর্তী অর্থনৈতিক মন্দাবস্থার পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। খবর অ্যাসোসিয়েটেড প্রেস। এ পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রকে আরো অগ্রসর ও পরিবেশবান্ধব প্রকল্পে প্রাক-অর্থায়নের সুযোগ তৈরি করে দেবে। পাশাপাশি এসব প্রকল্প ইউরোপের অর্থনীতিকে আরো শক্তিশালী করে গড়ে তুলতেও সাহায্য করবে। ইউরোপীয় অর্থনীতির শক্তিশালী দেশগুলো হলো ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেন। এছাড়া আরো রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, গ্রিস, লাটভিয়া, লুক্সেমবার্গ, পর্তুগাল ও স্লোভাকিয়া। ইউরোপী ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ভালদিস ডোমব্রোভস্কিস জানান, এসব দেশের গুরুত্বপূর্ণ খাতে ইইউ এখনই অর্থায়ন ও বিনিয়োগ শুরু করতে পারবে। তবে এটি শুধু শুরু, পরবর্তী সময়ে এমন আরো পদক্ষেপ গ্রহণ করা হবে। এরই মধ্যে সংস্থাটি সাহায্য কার্যক্রমের অংশ হিসেবে ৮০ হাজার কোটি ইউরো (৯৫ হাজার কোটি ডলার) ছাড় দেয়ার জন্য সবুজসংকেত দিয়ে রেখেছে। গত গ্রীষ্মে ইইউ সদস্যরা তাদের মারাত্মক বিপর্যস্ত অর্থনীতিকে সহায়তা করার জন্য এ বিষয়ে একমত হয়। ভালদিস ডোমব্রোভস্কিস জানান, এ চুক্তি অনুযায়ী, ইইউর ১২টি সদস্য রাষ্ট্রকে ১৩ শতাংশ প্রাক-অর্থায়ন করার অনুমোদন দেবে। এ মাসের শেষ নাগাদ এ অর্থছাড়ের ব্যাপার চ‚ড়ান্ত হওয়ার কথা রয়েছে। ইউরোপীয় অর্থনৈতিক কমিশনার পাওলো জেন্টিলোনি জানান, এ পদক্ষেপের ফলে দেশগুলোতে বাজার ব্যবস্থা আরো শক্তিশালী হবে, একই সাথে বিনিয়োগ ও পুনরুদ্ধার কার্যক্রমও দ্রুত শুরু হবে। গত বছর ইউরোপের মারাত্মক অর্থনৈতিক মন্দার পর ইইউ গত দশকের পর তাদের অর্থনীতির জন্য শক্তিশালী পুনরুদ্ধার কার্যক্রম হাতে নিয়েছে। নভেল করোনাভাইরাস-পরবর্তী বিধিনিষেধ শিথিল করার পর থেকেই অর্থনৈতিক পুনরুদ্ধারের কার্যক্রম শুরু হয়েছে। তবে বিভিন্ন দেশে নভেল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় এ কার্যক্রম অনেকটা ঝুঁকির মুখে রয়েছে বলে মনে করেন অনেকে। ভালদিস ডোমব্রোভস্কিস জানান, বর্তমান অবস্থায় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের আস্থা ফিরে পাচ্ছে। বিনিয়োগ বাড়ছে এবং মানুষজন আরো বেশি খরচের প্রতি আগ্রহী হয়ে উঠছে। অর্থনীতি প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে পুনরুদ্ধার হচ্ছে। অন্যান্য ইউরোপীয় দেশগুলোও তাদের নভেল করোনাভাইরাস-পরবর্তী পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়ন করার অপেক্ষায় রয়েছে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ