Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে ১৮ বছর পর মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২১, ৮:১৪ পিএম

১৮ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রে বিরল রোগ মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ওষুধ ও চিকিৎসা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা সিডিসি (সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল) জানিয়েছে, দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের বাণিজ্যিক ও সাংস্কৃতিক রাজধানী ডালাসে মাঙ্কিপক্সে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। সিডিসির বিবৃতিতে বলা হয়েছে, আক্রান্ত ওই রোগী যুক্তরাষ্ট্রের নাগরিক। সম্প্রতি তিনি নাইজেরিয়া থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন। -এবিসি

দেশে ফেরার পর শারীরিক অসুস্থতা বোধ করায় হাসপাতালে চিকিৎসা নিতে যান ওই ব্যক্তি। সেখানে ধরা পড়ে- তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত। মাঙ্কিপক্স একপ্রকার ভাইরাসজনিত অসুখ। ব্যাপক সংক্রামক এ রোগটিকে আক্রান্ত হলে প্রথমে রোগী জ্বর অনুভব করেন এবং তার কিছুদিন কিছুদিন পর জ্বরের পাশাপাশি রোগীর দেহে র‌্যাশ বা ফুস্কুড়ি ওঠে। চিকিৎসা নিতে বিলম্ব হলে এ রোগে আক্রান্ত রোগীর মৃত্যুও হতে পারে। তবে সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হলে ২ থেকে ৪ সপ্তাহের মধ্যেই সেরে যায় মাঙ্কিপক্স।

আক্রান্ত রোগীর নিঃশ্বাসের মাধ্যমে ছড়ায় এ রোগটি। যুক্তরাষ্ট্রে এর আগে সর্বশেষ মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল ২০০৩ সালে। সিডিসির শুক্রবারের বিবৃতিতে বলা হয়েছে, ডালাসে আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পাশাপাশি, সংক্রমণের ছড়িয়ে পড়া রোধ করতে যে ফ্লাইটে তিনি নাইজেরিয়া থেকে এসেছিলেন, সেটির অন্যান্য যাত্রীদের সম্পর্কে খোঁজখবর করা হচ্ছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

তবে ফ্লাইটের মেডিকেল টিম জানিয়েছে, ফ্লাইট পরিচালনা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বিমানযাত্রীদের সবাই মাস্ক পরা ছিলেন, তাছাড়া করোনা পরিস্থিতিতে ফ্লাইট পরিচালনা বিষয়ে যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান কর্তৃপক্ষ যেসব স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে- সেসব নির্দেশনাও মানা হয়েছে। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ