Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিহারে মদে ডুবে মৃত্যু ১৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ১২:০২ এএম

ভারতের বিহার রাজ্যে বিষাক্ত মদপানে ১৬ জনের মৃত্যু হয়েছে। তিনদিনে রাজ্যের পশ্চিম চম্পারণে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তবে মৃতদের মধ্যে আটজনের পরিবারের দাবি, তাদের স্বজনরা মৃত্যুর আগে মদই খাননি। বিহারের পুলিশ জানিয়েছে, পশ্চিম চম্পারণ জেলায় বুধবার থেকে শনিবার পর্যন্ত বিষাক্ত মদপান করে ১৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার মৃত্যু হয়েছে আটজনের। মৃত ব্যক্তিরা দেউরাওয়া, জোগিয়া ও বাগাহি নামের তিনটি গ্রামের বাসিন্দা। এই ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চম্পারণ রেঞ্জের পুলিশের ডিআইজি লালমোহন প্রসাদ বলেছেন, ৪০ জনের জবানবন্দি নিয়েছি আমরা। তাদের মধ্যে মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যও রয়েছে। শুরুতে সবাই মদপান করার কথা অস্বীকার করে। পরে তারা মদ খাওয়ার কথা স্বীকার করেছে। এদিকে চম্পারণের জেলাপ্রশাসক কুন্দন কুমার বলেন, গত তিনদিনে প্রায় ১৬ জন রহস্যজনকভাবে মারা গেছে। যদিও তাদের পরিবার ও গ্রামবাসী মদ খাওয়ার কথা অস্বীকার করেছেন। এই ঘটনায় এজাহার দায়ের হয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ