Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমিজমা নিয়ে বিরোধের জের মাদারীপুরের কালকিনিতে গুলি করে এক যুবককে হত্যা

মাদারীপুর থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২১, ২:৫৩ পিএম

মাদারীপুরের কালকিনির বালিগ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সোহাগ (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। হত্যায় ব্যবহৃত বন্দুকসহ হত্যাকারী আহাদকে গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ। নিহত সোহাগ কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বোতলা গ্রামের মো. শামচুল হক তালুকদার। আর হত্যাকারী আহাদ একই এলাকার মৃত আ. হাই মাতুব্বরের ছেলে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ ও আহাদের পরিবারের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ হয়। এ নিয়ে শুক্রবার বিকেলে স্থানীয়ভাবে সালিশ করে দুই পক্ষকে জমি ভাগ করে দিয়ে যার যার জমিতে ধান লাগাতে বলে সিদ্ধান্ত দেয়া হয়। সালিশমতে আজ মঙ্গলবার সকাল ৬ টায় সোহাগ তার অংশের জমিতে ধান লাগাতে গেলে আহাদ নিজের লাইসেন্স করা এক নলা বন্দুক দিয়ে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত আহত সোহাগকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। সোহাগের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করেন কর্তব্যরত ডাক্তার। কিন্তু সোহাগ ফরিদপুর নেয়ার পথে মারা যায়। খবর পেয়ে ডাসার থানা পুলিশ আহাদকে গ্রেফতার হত্যায় ব্যবহৃত লাইসেন্সকৃত (আহাদের নামে) বন্দুকটি উদ্ধার করে। এ ঘটনায় ডাসার থানায় একটি হত্যা মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ