মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনার দ্বিতীয় ঢেউয়ে নাকাল ভারত সরকার দেশব্যাপী টিকাদান অভিযানের আওতায় কেন্দ্র ও রাজ্যশাসিত অঞ্চলগুলোতে ৪০.৩১ কোটি করোনা ভ্যাকসিনের ডোজ সরবরাহ করেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। -এনডিটিভি
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড -১৯ নিয়ন্ত্রণে দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে ৪০.৩১ কোটিরও বেশি ভ্যাকসিনের ডোজ সরবরাহ করা হয়েছে এবং তাদের এবং বেসরকারী হাসপাতালের কাছে এখনও ১.৯২ কোটিরও বেশি ডোজ এবং অব্যবহৃত জব আছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, আরও ৮৩,৮৫,৭৯০ ডোজ টিকা প্রাপ্তির অপেক্ষায় রয়েছি।
বৃহস্পতিবার সকাল ৮ টায় বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ৪০.৩১ কোটি (৪০,৩১,৭৪,৩৮০) টিরও বেশি ভ্যাকসিন ডোজ এখন পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে সরবরাহ করা হয়েছে হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়। সবাইকে টিকাদান কর্মসূচীর নতুন পর্ব গত ২১ জুন থেকে শুরু হয়েছে। দেশব্যাপী ভ্যাকসিনেশন অভিযানের আওতায় ভারত সরকার কেন্দ্র ও রাজ্যশাসিত অঞ্চলগুলোকে ভ্যাকসিন সরবরাহ করে তাদের সহযোগিতা করে আসছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।