Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে দিনদুপুরে ডাকাতি, গৃহবধূ খুন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ৭:৫৮ পিএম

নগরীতে দিনদুপুরে ডাকাতির ঘটনায় এক গৃহবধূ খুন হয়েছেন। শুক্রবার ইপিজেড থানার দক্ষিণ হালিশহর নারকেল তলা হক সাহেবের গলিতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাহবুবা মেহরকে (২৫) ডাকাতরা গলাটিপে হত্যা করেছে। হামলায় আহত হয়েছেন তার শাশুড়ি নাজনীন আক্তার। নিহত মাহবুবা মেহর একই এলাকার ডা. এসএম গোফরানের স্ত্রী।


স্থানীয়রা জানায়, পুরুষ সদস্যরা জুমার নামাজে গেলে আবু নাছের মাস্টারের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় মাহবুবা মেহর ডাকাত ডাকাত বলে চিৎকার দিতে চেয়েছিলেন। তখন তাকে গলাটিপে হত্যা করে ডাকাতরা। নাজনীন আক্তারকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তারা। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ডাকাতির সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গৃহবধূ খুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ