Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমি সক্রান্ত বিরোধে গৃহবধূ খুন

প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা

জমি সক্রান্ত বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পারভিন বেগম (৩০) নামে এক গৃহবধূ খুন হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। পুলিশ ও এলাকাবাসী জানায়, বসতভিটার জমি নিয়ে রানীশংকৈল উপজেলার বিষ্ণুপুর গ্রামের নিহত পারভিনের স্বামী সহিদুলের সাথে একই এলাকার নবাব ও দুলালের বিরোধ চলছিল। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় সহিদুলের স্ত্রী পারভিন রান্না করা চুলার ছাই বাড়ির পাশে ফেলতে যায়। এ সময় ওঁৎপেতে থাকা প্রতিপক্ষ পারভিনকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। পারভিনকে বাঁচাতে পরিবারের লোকজন ও স্থানীয়রা এগিয়ে আসলে বেশ কয়েকজন আহত হয়। এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমি সক্রান্ত বিরোধে গৃহবধূ খুন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ