নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব ঈদুল আযহার বিরতিতে যাচ্ছে ১৯ জুলাই। তবে বিরতিতে যাওয়ার আগে বিপিএলের শেষ ম্যাচে এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। একই দিন আরেক ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব খেলবে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে। এটি এবং শনিবারের রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও বাংলাদেশ পুলিশ এফসির মধ্যকার ম্যাচটি বাড্ডাস্থ বেরাইদের ফর্টিস গ্রুপের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন তা আর হচ্ছেনা। শুক্রবার ফিকশ্চার সংশোধন করে দু’টি ম্যাচই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফলে ঈদের আগে তিন দিনে বিপিএলের ১৯তম রাউন্ডের ছয়টি ম্যাচই হবে বঙ্গবন্ধুতে। প্রতিদিন দু’টি করে খেলা অনুষ্ঠিত হবে। প্রথমটি শুরু হবে বিকাল সাড়ে ৪টায় এবং দ্বিতীয়টি পৌনে ৬টায়।
সংশোধনী ফিকশ্চার অনুযায়ী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার প্রথম ম্যাচে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও উত্তর বারিধারা ক্লাব। দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জ খেলবে পুলিশের বিপক্ষে। রোববার দিনের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী লিমিটেড। দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। সোমবার ঈদের আগের শেষ ম্যাচে সাইফ স্পের্টিং ক্লাব খেলবে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে এবং শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।