Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালী কবিরহাটে মাটিচাপায় শিশু নিহত, আহত ৫

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ১০:৩২ এএম

কবিরহাট উপজেলায় খালের খননকৃত মাটিচাপা পড়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৫জন আহত হয়েছে।
নিহত মানতী (৪) উপজেলার ৬নং ধানশালিক ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চরমন্ডলিয় গ্রামের অটোরিকশা চালক বাহারের মেয়ে।

শুক্রবার ৯টার দিকে ৬নং ধানশালিক ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চরমন্ডলিয় গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, বাহারের স্ত্রী বেবি আক্তার (৩৫) নুর নবীর স্ত্রী মর্জিনা বেগম (৫০) মিলনের স্ত্রী খোতিজা (৪০), মিলনের মেয়ে মাহি (৬) ও ছেলে হৃদয় (৮)।

স্থানীয় ইউপি সদস্য মো.সেলিম জানান, নতুন করে খাল খনন করলে খাল থেকে উত্তোলনকৃত মাটি খালের পাশে স্তপ করে রাখা হয়। স্তপকৃত মাটি ছোটখাট মাটির পাহাড়ের আকার ধারণ করে। ব্যাটারী চালিত অটোরিকশা চালক বাহারের স্ত্রী বেবি সকালে বাড়ির পাশের ওই মাটির পাহাড় থেকে ঘরের উঠানে দেওয়ার জন্য মাটি কাটতে যায়। এক পর্যায়ে বেবি মাটির পাহাড়ের নিচে থেকে মাটিকাটা শুরু করলে ওপর থেকে মাটির পাহাড় ধসে পড়ে বেবী ও তার মেয়ে মানতীসহ ৫জন মাটির নিচে চাপা পড়ে। এ সময় স্থানীয়রা তাদের চিৎকার শুনতে পেয়ে এগিয়ে আসে। পরে এক ঘন্টা খন্তা, কোদাল দিয়ে মাটি সরিয়ে ৪জনকে উদ্ধার করা হলেও বেবির মেয়ে মানতী ঘটনাস্থলে মাটিচাপা পড়ে মারা যায়।

ইউপিসদস্য আরও জানান, আহতদের একজনকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যান্য আহতদের পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করাতে পারেনি।
কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ