মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সেদিন প্রিয় নেতার জন্য তুরস্কের রাস্তায় নেমে পড়েন লাখ লাখ মানুষ। আর এই কারণে অভ্যুত্থানকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়। সেই ২০১৬ সালের সামরিক অভ্যুত্থান প্রতিহত করার বিষয়টি তুর্কি জাতির জন্য গর্বের বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট দেশটির সামরিক বাহিনীর অভ্যুত্থান প্রতিরোধের পঞ্চম বার্ষিকী উপলক্ষে পার্লামেন্টে দেয়া এক ভাষণে এমন মন্তব্য করেছেন।
ওই ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, ১৫ জুলাইয়ের মহাকাব্যিক বীরত্ব আমাদের সকলের জন্য গর্বের উৎস। ১৫ জুলাই হলো তুর্কি জাতির বিজয়। তুরস্কের জাতীয় অভিলাষের জয়। যারা নিজেদের হৃদয়কে গণতান্ত্রিক মূল্যবোধের জন্য উৎসর্গ করেছেন, তাদের জন্য বিজয় হলো এ ১৫ জুলাই তারিখ।
এ তুর্কি নেতা বলেন, কারো অধিকার নেই ওই মহিমান্বিত রাতে জাতির সংগ্রামকে ছোট করে দেখার। ওই রাতে ফেতুল্লাহ গুলেনের উগ্রপন্থী দল অভ্যুত্থান ঘটাতে চেয়েছিল।
২০১৬ সালের ১৫ জুলাই তারিখের সামরিক অভ্যুত্থান প্রতিহত করার দিনটি এখন তুরস্কের গণতান্ত্রিক ও জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয়। বৃহস্পতিবার ওই ভয়াল দিনকে স্মরণ করে সমগ্র তুরস্কে এ দিবসটি উদযাপন করা হয়।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, ১৫ জুলাই এমন একটি দিন যখন অত্যাচারের বিরুদ্ধে ন্যায় জয় লাভ করেছে আর প্রহসন ও অধীনতার বিরুদ্ধে স্বাধীনতা জয় লাভ করেছে।
১৫ জুলাই তারিখের শহীদরা ন্যায়ের পক্ষের প্রতনিধি। তারা অর্থহীন অহঙ্কার, নিপীড়ন আর ধর্মবিরোধীতার বিরুদ্ধে সংগ্রাম করেছেন।
সূত্র : ইয়েনি সাফাক
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।