নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বে সাইফ স্পোর্টিং ক্লাবকে হারাল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে শেখ জামাল ২-১ গোলে হারায় সাইফকে। বিজয়ী দলের হয়ে গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে ও উজবেকিস্তানের মিডফিল্ডার জনব ওতাবেক একটি করে গোল করেন। সাইফের পক্ষে এক গোল শোধ দেন নাইজেরিয়ান মিডফিল্ডার জন ওকোলি।
প্রচন্ড তাপদাহে বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে লড়ে দু’দল। প্রথম সাফল্য পায় শেখ জামালই। তবে গোল পেতে তাদের প্রথমার্ধের শেষ পর্যন্ত অপেক্ষায় করতে হয়। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও ম্যাচের ৩৫ মিনিটে মাঠ ছেড়ে হাসপাতালে যেতে হয় সাইফ স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফিকে। এসময় সাইফের বক্সে হেড করতে গিয়ে শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড সোলাইমান সিল্লাহর মাথার সঙ্গে আঘাত লাগে রাফির। এরপরেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ফলে হাসপাতালে যেতে হয় রাফির। তার পরিবর্তে বদলি হিসেবে মাঠে নামেন সবুজ হোসাইন। খেলতে গিয়ে প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠে যায় ফুটবলারদের। ফলে কুলিং ব্রেকও দিতে হয়েছে রেফারিকে। প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+৩ মিনিট) পাল্টা আক্রমণ থেকে গোল আদায় করে নেয় শেখ জামাল। সোলাইমান সিল্লাহর বাড়ানো পাস থেকে ডান পায়ের শটে গোল করেন ওমর জোবে (১-০)। এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করে বসে শেখ জামাল। ম্যাচের ৫৫ মিনিটে পেনাল্টি গোল থেকে সমতায় ফেরে সাইফ। দলটির নাইজেরিয়ান মিডফিল্ডার জন ওকলিকে আটকাতে গিয়ে নিজেদের বক্সে পড়ে গেলেশেখ জামালের ডিফেন্ডার মনির হাসানের হাতে বল লাগে। রেফারি বিতুরাজ বড়–য়া পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে গোল করেন জন ওকোলি (১-১)। ৭৬ মিনিটে ফের এগিয়ে যায় শেখ জামাল। বক্সের বাইরে ফ্রিকিক থেকে দুর্দান্ত শটে গোল করেন ওতাবেক (২-১)। বাকি সময় আর কোন গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে অভিজাত পাড়ার দলটি।
ম্যাচ জিতে ১৬ খেলায় দশ জয়, পাঁচ ড্র ও এক হারে ৩৫ পয়েন্ট পেয়ে তালিকায় তৃতীয় স্থান ধরে রাখল শেখ জামাল। ১৭ ম্যাচে আট জয়, দুই ড্র ও সাত হারে ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানেই রইল সাইফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।