বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনায় আক্রান্ত হতে পারেন ধারনায় উন্নত চিকিৎসার জন্য ক্রিকেটটার মুশফিকুর রহিমের পিতা মাহবুব হামিদ তারা ও মাতা রহিমা হামিদকে ঢাকায় নেয়া হয়েছে। মঙ্গলবার উভয়ের প্রাথমিক চিকিৎসার পরে বুধবার দুপুরে একটি এ্যাম্বুলেন্স যোগে তাদেরকে রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে।
এ সম্পর্কে জানতে চাইলে মুশফিকুর রহিমের চাচা মাহমুদুল হামিদ বাদল বলেন, মঙ্গলবার রাত ৯টায় বগুড়ার একটি ডায়াগনস্টিক সেন্টারে লিভার ও শারীরিক সমস্যার কারণে সিটি স্ক্যান সহ পরীক্ষা করা হয় দুজনের। ওই পরীক্ষার ফলাফলে চিকিৎসকদের ধারনা ও পরামর্শে তাদের করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনার আলোকে বিলন্ব না করে দুজনকেই ঢাকায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি মুশফিককে জানানো হলে সেও তাকে দ্রুত ঢাকায় পাঠানো কথা বলেছে। এখন পর্যন্ত দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে ঢাকা থেকে জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।